Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

how to go

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগের ক্ষেত্রে গোপালগঞ্জ পূর্বে ছিল একটি পিছিয়ে পড়া জনপদ। জননেত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬ সাল থেকে এঅঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচী হাতে নেন। ফলশ্রুতিতে নির্মিত ঢাকা-খুলনা মহাসড়ক নির্মিত হয় গোপালগঞ্জের উপর দিয়ে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হয়ে বিশ্বরোড় দিয়ে অতি সহজেই ঢাকা খুলনা এছাড়া দেশের বিভিন্ন জায়গা যাওয়া যাচ্ছে। গোপালগঞ্জ সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার সায়েদাবাদ ও গাবতলী থেকে গোপালগঞ্জের বাস চলাচল করে। সায়েদাবাদ থেকে মুন্সীগঞ্জ-মাওয়া হয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস, মধুমতী পরিবহন, দোলা পরিবহন, বনফুল পরিবহন এবং গাবতলী থেকে পাটুরিয়া-ফরিদপুর হয়ে কমফোর্টলাইন, পলাশ পরিবহন ইত্যাদি বাস চলাচল করে।

 

ঢাকা খুলনা মহাসড়ক হয়ে গোপালগঞ্জ থেকে পার্শ্ববর্তী জেলা বরিশাল, নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনা যাতায়াত করা যায়। নৌপথ পূর্বে গোপালগঞ্জের মূল যাতায়াত মাধ্যম হলেও বর্তমানে কোটালী পাড়ার পয়সার হাট থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করে।  রাজশাহী হতে গোপালগঞ্জে  রেললাইন চালু রয়েছে ।

 বাস সার্ভিসসমূহঃ

১) ইমাদ পরিবহন

গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া ভায়া পদ্মা সেতু
মোবাইলঃ০১৩১৮৩০৩১৭৮(গোপালগঞ্জ)

২) মধুমতি পরিবহন

গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া ভায়া পদ্মা সেতু
মোবাইলঃ০১৭১৬০১৯৯৩৭(গোপালগঞ্জ)
০১৭১১৯০০৬১৯(ঢাকা)

 ৩) টুংগীপাড়াএক্সপ্রেস
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া ভায়া পদ্মা সেতু
মোবাইলঃ০১৭১৬479631(গোপালগঞ্জ)
০১৭১6211642(ঢাকা)

 ৪) ওয়েলকাম এক্সপ্রেস
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া ভায়া পদ্মা সেতু
মোবাইলঃ ০১৩২১২১৬৩১৮(গোপালগঞ্জ)

৫)  দোলা পরিবহন
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া পদ্মা সেতু
মোবাইলঃ০১৭১১৩১১৭৫৬(গোপালগঞ্জ)
০১১৯৯০৩০১৮১(ঢাকা)

৬)  কমফোর্ট লাইন
গোপালগঞ্জ টু সায়দাবাদ/গুলিস্তান ভায়া পাটুরিয়া ফেরিঘাট
মোবাইলঃ০১৭১৬৪৫৩০৬১