Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা, কিভাবে পাবেনঃ

কী সেবা, কিভাবে পাবেনঃ

উদাহরণ-1

সেবা নাম : কৃষি প্রণোদনা/পূনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন :

ধাপ সমূহ : (কীভাবে পাবেন)

1ম ধাপ : মন্ত্রণালয়/জাতীয় পর্যায় থেকে নীতিমালা ও রেজুলেশনসহ জেলা পর্যায়ে বরাদ্দ প্রদান।

2য় ধাপ : জেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক রেজুলেশনসহ উপজেলায় বরাদ্দ প্রদান।

3য় ধাপ : উপজেলা পূনর্বাসন কমিটি কর্তৃক ইউনিয়ন পর্যায়ে উপবরাদ্দ প্রদান।

4র্থ ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক ‍উপযুক্ত কৃষক নির্বাচন ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি, অনুমোদন ও উপজেলায় প্রেরণ।

5ম ধাপ : প্রাপ্ত অগ্রাধিকার তালিকা উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক যাচাই ও অনুমোদন।

6ষ্ঠ ধাপ : বরাদ্দপ্রাপ্ত উপকরণ (সার, বীজ) ক্রয় এবং ইউনিয়ন পর্যায়ে বিতরণ।

7ম ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কৃষককে কৃষি কার্ড ও ছবিসহ মাষ্টাররোলের মাধ্যমে উপকরণ বিতরণ ও তা সংরক্ষণ।

 

উদাহরণ-2

সেবার নাম : বালাইনাশক লাইসেন্স প্রদান/নবায়ন :

ধাপ সমূহ :

1ম ধাপ : একজন প্রাপ্ত বয়স্ক উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উপজেলা কৃষি অফিসে নির্ধারিত ফরমে আবেদন করবেন (ট্রেড লাইসেন্স, ট্রেজারি চালানসহ)

2য় ধাপ : এসএপিপিও এবং এইও (পিপি)/ইউএও কর্তৃক আবেদনকারীর দোকান, এলাকার চাহিদা ও অন্যান্য যোগ্যতা এবং সুপারিশ প্রদান/বাতিল ও জেলায় প্রেরণ।

3য় ধাপ : জেলায় অতিরিক্ত উপপরিচালক (পিপি) প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই ও প্রয়োজনে পূন:তদন্ত পূর্বক সন্তুষ্ট হলে লাইসেন্স বা নবায়ন করে উপজেলায় প্রেরণ করবেন।

4র্থ ধাপ : আবেদনকারী উপজেলা থেকে লাইসেন্স সংগ্রহ করবেন এবং এর ফটোকপি দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখবেন।

 

উদাহরণ-3

সেবার নাম : প্রকল্প ভিত্তিক প্রদর্শনী স্থাপন :

1ম ধাপ : উপপরিচালকের কার্যালয় কর্তৃক উপজেলায় প্রদর্শনী/প্রশিক্ষণের বরাদ্দ প্রদান।

2য় ধাপ : উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক এসএএও সভায় প্রাপ্ত বরাদ্দ উপস্থাপন, প্রদর্শনী স্থাপনের উপযোগী জমি ও ক্যাটাগরি ভিত্তিক উপযুক্ত কৃষক নির্বাচন বিষয়ক বিস্তারিত আলোচনা।

3য় ধাপ : এসএএও কর্তৃক কৃষক দলের সাথে আলোচনা ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি ও উপজেলা কৃষি অফিসে জমা দান।

4র্থ ধাপ : ইউএও/এইও কর্তৃক নির্বাচিত জমি ও কৃষকের মতামত যাচাই এবং অনুমোদন/বাতিল।

5ম ধাপ : নির্বাচিত কৃষকদের প্রদর্শনীর প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ।

6ষ্ঠ ধাপ : কৃষক, এসএএও এবং ইউএও/এইও এর উপস্থিতিতে প্রদর্শনী স্থাপন ও পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান।

7ম ধাপ : কৃষক, এসএএও এবং এইও কর্তৃক প্রদর্শনী প্লট নিয়মিত পরিদর্শন/মনিটরিং, শস্য কর্তন, মাঠ দিবস এর প্রভাব ও ফলাফল প্রতিবেদন প্রেরণ।